HeRa Khan প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০১:১৭ পিএম
ঢাকার সাভারে ইউটার্ন নিতে গিয়ে দুই বাস ও ট্রাকের সংঘর্ষে পরমাণু শক্তি কমিশনের আরেক নারী বৈজ্ঞানিক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার গভীররাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। গত রোববারের এ দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৬-এ।
বৃহস্পতিবার সকালে সাভারের পরমাণু শক্তি কমিশনের প্রশাসন বিভাগের অ্যাসিস্ট্যান্ট অফিসার এসএম মাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
৩৫ বছর বয়সী ফারহানা নিপা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সায়েন্স বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামে।
একই দুর্ঘটনায় সাভারের পরমাণু শক্তি কমিশনের তিন বৈজ্ঞানিক কর্মকর্তা ও দুই বাসের চালকসহ ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।