সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

প্রশ্ন শুনে সাকিব বললেন ‌‘আমার নাম নেই?’

সাংবাদিকের নাম

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৩১ এএম

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে কুশল মেন্ডিসকে ফিরিয়ে পেয়েছিলেন প্রথম উইকেট। ম্যাচের চতুর্থ দিনে এসে প্রাভিন জয়াবিক্রমাকে আউট করে পাঁচ উইকেট পূর্ণ করেছেন সাকিব আল হাসান। তার পাঁচ উইকেটের কল্যাণে ৫০৯ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল থেকেই দারুণ মুডে ছিলেন সাকিব। বেশির ভাগ সময়ই গ্যালারির কাছে ফিল্ডিং করেছেন। স্কুলের কিশোররা ‘সাকিব ভাই’ বলে যখনই চিৎকার করেছেন, বেশির ভাগ সময়ই হাত নাড়িয়ে তাদের জবাব দিয়েছেন।

সাকিবের দারুণ মুডের প্রমাণ দেখা মিললো সংবাদ সম্মেলনেও। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব ওয়ানডে খেলবেন না, এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো কয়েকদিন ধরে। সংবাদ সম্মেলনের শেষদিকে আসল প্রসঙ্গটি।

এক সাংবাদিক প্রশ্ন করলেন, বাংলাদেশ তো ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটেই খেলতে যাচ্ছে। আপনি খেলবেন? প্রশ্নটা শুনে সাকিব কিছুক্ষণ চুপ থাকলেন।

এরপর পাশে বসা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে সাকিব প্রশ্ন করলেন, ‘আমার নাম নেই?’ ভঙ্গিটা সিরিয়াসই ছিলো সাকিবের। জবাবে মিডিয়া ম্যানেজার জানালেন, ‘আছে তো। ’ ‘তাহলে?’ সাকিবের এই প্রশ্নের পরই অট্টহাসি শুরু হলো সংবাদ সম্মেলনে। হাসতে হাসতে বেড়িয়ে গেলেন সাকিব।