মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

মুমিনুলের সঙ্গে ‘লম্বা’ আলোচনায় বসবেন পাপন

সাংবাদিকের নাম

প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৪, ১১:৪৭ পিএম

একের পর এক ব্যাটিং ধস। টপ অর্ডারের টানা ব্যর্থতায় চরম রান খরায় অধিনায়ক মুমিনুল হক। নেতৃত্ব তো বটেই পারফর্ম করতে না পারায় দলে তার অবস্থান নিয়েই উঠেছে প্রশ্ন। গত বছরের নভেম্বর থেকে ১৫ ইনিংসে ১২.৫৭ গড়ে মোটে ১৭৬ রান করেছেন মুমিনুল। ১২বার পেরুতে পারেননি এক অঙ্কের গণ্ডি।

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের একমাত্র ইনিংসে ২ রান করে আউট হন মুমিনুল। ঢাকায় দ্বিতীয় টেস্টেও তার বেহাল দশা। প্রথম ইনিংসে ৯ রান করে আউট হওয়ার পর দলের চরম বিপদে দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি থামেন কোন রান করার আগেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য মুমিনুলের নেতৃত্ব নিয়ে চিন্তিত নয়।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এখন পর্যন্ত মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন।

‘তাই আমরা এখন শুধু আশা করতে পারি যে ও তাড়াতাড়ি রানে ফিরুক। আজকে ওর সঙ্গে একটু ব্রিফলি বসেছি। সামনে আরও বসবো, কাল-পরশু ওর সাথে লম্বা আলোচনায় বসবো। দেখি আলোচনা করে ও কী মনে করে। আমরা (সমস্যা/সমাধান) বের করে ফেলবো। ’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মানসিক চাপে আছেন বলেও মনে করেন পাপন। বলেন, মুমিনুল রান পাচ্ছে না, এটা আমাদের কাছে যেমন চিন্তার বিষয় ওর কাছেও তো খারাপ লাগবে। অধিনায়ক যখন রান করতে পারে না, তখন চাপটা কিন্তু অনেক বেশি। আমার ধারণা ও প্রচণ্ড মানসিক চাপে আছে। কাল-পরশু বসে খোলামেলা কথা বলে দেখি ওর মাথায় কী আছে, ও কী চিন্তা করে। তারপর আপনাদেরকে নির্দিষ্টভাবে জানাবো।