সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

বিএনপিকে ক্ষমতায় আনতে ভারত বা আমেরিকার সহযোগিতার প্রয়োজন নাই: গয়েশ্বর

সাংবাদিকের নাম

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৩২ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে কিছু দেশি-বিদেশি ফেরিওয়ালা নেমেছে। একটা নির্বাচনী হাওয়া তোলার জন্য একদিকে নির্যাতন, আরেক দিকে নিচ দিয়ে হাত মেলানোর একটা চক্রান্ত চলছে। ভারত এবং আমেরিকা—যেকোনো দেশের সহযোগিতা আমাদের প্রয়োজন নাই। তবে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বিশ্বের সহযোগিতা আমাদের জরুরি।’

আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’–এর উদ্যোগে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও জাতীয় স্বার্থ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ঝুড়ির মধ্যে ১০০ সংসদের আসন নিয়ে ঘুরছে। মনে হচ্ছে, এটা একটা ফলের দোকান। বলছে, লাগবে, কিনবেন? ফেরিওয়ালা যেভাবে বলে। এই রকম কিছু ফেরিওয়ালা নামছে ডিপ্লোমেটিক ও বড় বড় এলাকায়। পুরান ঢাকায় তো নাই। তারা ওখানে নানা জায়গায় যায়। কেউ হয়তো কেনার জন্য এক পা এগোয় আবার তিন পা পেছায়। কারণ, জনগণের কাছে যদি আবার ধোলাই-টোলাই খেয়ে বসে। এ রকম একটা চক্রান্ত চলছে। এই ফেরিওয়ালা কিন্তু শুধু দেশি না। এই ফেরিওয়ালা কিন্তু বিদেশিও আছে। এই ফেরিওয়ালাগুলি বিনা পোশাকে। কিন্তু সরকারের লোক। বিনা পোশাকে কিন্তু বিনা অস্ত্রে না। তারা নানা জায়গায় গিয়ে ঠেক দেয়, নানা জায়গায় গিয়ে বোঝায়।’